আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বান্দরবানের সেনা রিজিয়নের উদ্যেগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অসীম রায়, বান্দরবান : | প্রকাশের সময় : শনিবার ৬ অগাস্ট ২০২২ ০৪:৫২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যেগে ৭ টি উপজেলায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ ই আগস্ট শনিবার বান্দরবান ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের অডিটেরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি পিএসসি।

 

 (৫ই বেঙ্গলের ) জোনের আয়োজনে  প্রতিযোগিতায় সাতটি উপজেলায় ৪৮ টি বিভিন্ন পর্যায়ের স্কুল ও কলেজের ৩৮৭ জন কিশোর এবং ৩৬১ জন কিশোরীসহ সর্বমোট ৭৪৮ জন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এছাড়াও একই দিনে আলীকদম , রুমা , নাইক্ষ্যংছড়ি ও থানচি বলিপাড়া জোনের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

 

বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক বলেন, সমাজে সুন্দরভাবে বেড়ে ওঠতে নিয়মিত পড়ালেখা চালিয়ে যেতে হবে । পড়ালেখা পাশাপাশি  বই , পত্রিকা , ম্যাগাজিনসহ বিভিন্ন কবি লেখা গল্পনাট্যগুলো দিকে মনোযোগ দেওয়ার জন্য শিক্ষার্থীর প্রতি আহব্বান জানান। 

 

অনুষ্ঠানে সদর জোন কমান্ডার , অধ্যক্ষ , ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার্থীরসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন ।