আজ রবিবার ১০ নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

এইচ এম সম্রাট,বান্দরবান : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ অগাস্ট ২০২২ ০৮:৫০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে মংসাই মার্মা(৪৮) একজন নিহত হয়েছে।  মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকাল ৩টায় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়া এলাকায় এঘটনা ঘটে। বড়ই তলী পাড়ার লোকজন জানান,বিকাল ৩টার দিকে মংসাই মার্মা ধানি জমিতে কাজ শেষে তার নিজ পাড়া কদম প্রু পাড়ায় ফিরছিল।  এসময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাওয়া যায়। পরে দেখা যায় বড়ইতলী পাড়া থেকে কদম প্রু পাড়ায় যাওয়ার মধ্যবর্তী রাস্তার উপর মংসাই মার্মার গুলিবৃদ্ধ লাশ পড়ে আছে।  কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। নিহতের মেয়ে খইচিং ওয়ং জানান,আমার পিতার সাথে কারো শত্রুতা নেই। কে বা কারা কেন আমার বাবাকে গুলি করে হত্যা করেছে কিছুই বলতে পাচ্ছিনা। তারাছা ইউপির সাবেক চেয়ারম্যান উথোয়াইচিং মার্মা জানান, নিহত মংসাই মার্মা কোন রাজনীতি বা কোন দলের সাথে জড়িত ছিলনা। সে একজন সাধারন কৃষক। কৃষি কাজ করে তার সংসার চলে।

এদিকে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান,সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পু্লিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।