আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে পাচারকালে চোরাই কাঠ জব্দ

অসীম রায়, বান্দরবান: | প্রকাশের সময় : বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের পাচারকালে চোরাকাঠ লড়ি (মাহিন্দ্রা) গাড়ি ভর্তি সেগুন গাছ জব্দ করেছে বন বিভাগ।

৭ ই সেপ্টেম্বর বুধবার দুপুরে  বান্দরবান হাফেজঘোনা এলাকায় রুমা ষ্টেশন সংলগ্ন ব্রিজের মাথা থেকে চোরাচালান গাছ ও বহনকৃর্ত কাঠের ভর্তি গাড়িটি জব্দ করা হয়।  

বনবিভাগ সূত্রে জানা গেছে, চোরা কাঠ পাচার হচ্ছে; এমন গোপন সংবাদ পায় বনবিভাগ। পরে অভিযান চালিয়ে  লড়িতে থাকা প্রায় ৬০-৭০  টি চোরা সেগুন গাছ ও একটি লড়ি  জব্দ করা হয়েছে। তবে টের পেয়ে পালিয়ে যাওয়া পাচাকারীর কাউকে আটক করতে পারেনি।

 

বান্দরবান সদর রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে সদর এলাকার থেকে চোরা গাছ ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। বর্তমানে বিভাগীয় অফিসে মজুদ রাখা আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।