আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

বান্দরবানে কোটি টাকা মুল্যের তক্ষকসহ আটক-২

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ১০:০৮:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে কোটি টাকা মুল্যের দুর্লভ হাঁসপা তক্ষকসহ দুই পাচার কারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়া(এপিবিএন) এর সদস্যরা। আটককৃতরা হচ্ছে রাঙ্গামাটির বাসিন্দা জনি মার্মা(২৯) ও খাগড়াছড়ির বাসিন্দা বাবু চাকমা (২৪)। এপিবিএন সুত্র জানায়, একটি চক্র বান্দরবানে দীর্ঘ দিন ধরে তক্ষক,মাদক পাচারসহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। একটি চক্র কোটি টাকা মুল্যের দুর্লভ প্রাণী হাঁসপা তক্ষক পাচার করবে এমন তথ্যের ভিত্তিত্বে এপিবিএন বান্দরবান ব্যাটালিয়ান-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান এর নির্দেশনায় এসআই মোঃ মহিউদ্দীন পিপিএম এর নেতৃত্বে একটি দল বুধবার(১৯ অক্টোবর) বিকাল ৩টায় বান্দরবান জেলা সদরের ইসলামপুর এলাকায় অভিযান চালায়। বিক্রির সময় নয় ইঞ্চি দৈর্ঘ একটি দুর্লভ প্রাণী হাঁসপা তক্ষকসহ এর সাথে জড়িত দুই পাচারকারীকে আটক করে। এপিবিএন বান্দরবান ব্যাটালিয়ান-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান সাংবাদিকদের জানান,একটি পাচারকারী চক্র পাহাড়ী এলাকা থেকে এসব দুর্লভ প্রাণী সংগ্রহ করে কোটি কোটি টাকার বিনীময়ে বিদেশে পাচার করে আসছে। উদ্ধার করা দুর্লভ হাঁসপা তক্ষকের মুল্য প্রায় এক কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান,গত চলিত বছরের আগষ্ট মাস থেকে বান্দরবানে এপিবিএন ব্যাটালিয়ান-২ এর কার্যক্রম শুরু হয়। এপিবিএন বান্দরবানে মাদক চোরাচালন,সন্ত্রাসী তৎপরতা রোধ,অবৈধ অস্ত্রসহ নানান অপরাধ মুলক কর্মকান্ড রোধে কাজ করবে।