আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

বান্দরবানে কিশোর গ্যাংরোধে পুলিশের অভিযান : আটক-৩০

এইচ এম সম্রাট,বান্দরবান : | প্রকাশের সময় : সোমবার ১৮ জুলাই ২০২২ ০৬:৩৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান কিশোর গ্যাংরোধে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। বান্দরবান সদর থানা পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩০ জন কিশোরকে আটক করেছে। বান্দরবান সদর থানা সুত্র জানায়,কিশোর গ্যাং এর তৎপরতা রোধে সদর থানা পুলিশ রবিবার রাতে বান্দরবান  শহরের সার্কিট হাউস, ট্রাফিক মোড়, আর্মিপাড়া, ওয়াপদা ব্রিজ   ইসলামপুর, জাদির মোড়,

বাসষ্টেশন সহ বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অযথা আড্ড ও গল্প গুজব করার সময় বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ৩০জন কিশোরকে আটক করে। পরে সর্তকবানী দিয়ে এসব কিশোরদের নিজ নিজ মাতা পিতা ও অভিবাবকের হাতে হস্তান্তর করা হয়। এব্যপারে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন,

দেশব্যাপী কিশোর গ্যাং এর নানান অপরাধ মুলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। স্কুল কলেজে পড়ুয়া ছেলেরা সন্ধ্যায় পড়া লেখা না করে রাত পর্যন্ত বাইরে,রাস্তায়সহ বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে মুল্যবান সময় নষ্ট করছে। পরে এসব ছাত্ররা কিশোর গ্যাং তৈরী করে মাদক ও মারামারি সহ নানান অপরাধে জড়িয়ে পড়ছে। তাই কিশোর গ্যাংরোধে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। আটক কিশোর ও  তাদের অভিবাবকদের সর্তক করা হয়েছে যেন সন্ধ্যার পর রাস্তা ঘাটে বা কোন জায়গায় কোন কিশোর অযথা আড্ডা বা গল্প গুজব না করে। উল্লেখিত সময়ে যদি পুলিশের হাতে কোন কিশোর আটক হয় তাহলে তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 ছাত্র-ছাত্রীরা যেন গাং কালচারের সাথে সংযুক্ত হতে না পারে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয় তিনি।