আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের যেকোনো বিপদে পাশে আছে ভারত : আসামের স্পিকার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১৯ নভেম্বর ২০২২ ০২:২৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

মুক্তিযুদ্ধে ভারত যেভাবে পাশে ছিল, এখনো যেকোনো বিপদে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বিশ্বজিৎ দাইমারির নেতৃত্বে আসাম রাজ্য সরকারের ৬২ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তারা আখাউড়া চেকপোস্টে এলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা স্বাগত জানান।

সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে উল্লেখ করে স্পিকার আরও বলেন, আগে আসামে মানুষের জীবিকা ছিল কৃষি। এখন ব্যবসাটায় মূল। এই সফরের বাণিজ্যিক সুফল পাবে আসামের যুব সমাজ।

সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সঙ্গে দুই দেশের বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন।