সীতাকুণ্ডে ইফাদা ট্রাভেলস এন্ড ট্যুরস এর এক দশক পূর্তি উপলক্ষে হাজীদের মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌর সদরের অবস্থিত হোটেল ৯৯ এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। ইফাদা ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যাবস্থানা পরিচালক এ কে এম শামসুল আলম আজাদ এর সভাপতি ও নির্বাহী পরিচালক খায়রুল আলম ও হাফেজ রফিক উল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি বলেন, আমি যতটুকু জানি ১০ বছর ধরে সুনামের সাথে ইফাদা ট্রাভেলস এন্ড ট্যুরস আল্লাহর ঘরের মেহমান হাজীদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও ইফাদা ট্রাভেলস এন্ড ট্যুরস তাদের সেবার মান ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাবে।
এ সময় ইফাদা ট্রাভেলস এন্ড ট্যুরস এর নির্বাহী পরিচালক খাইরুল আলম বলেন, হজের সময় আসলে পত্র-পত্রিকা দেখা যায় অনেক ট্রাভেলস এজেন্সি রয়েছে যারা বিভিন্ন লোভনীয় অফার দিয়ে মানুষের সাথে প্রতরনা করে হাজীদের হয়রানী করে। আমাদের কাছে মনে হয় যারা হজ করতে যায় তারা আল্লাহর ঘরের মেহমান। ইফাদা ট্রাভেলস এন্ড ট্যুর দীর্ঘ ১ দশক ধরে প্রায় এক হাজারের অধিক হাজীদের সেবা দিয়েছেন।
এ সময় হাজিরা বলেন, সীতাকুণ্ডে অনেক হজ্বকাফেলা রয়েছে। অনেক হাজী হজ্ব পালন শেষে দেশে ফিরে কষ্টের কথা বলতে শুনি। কিন্তু সেই তুলনায় হজ্ব পালনের সময় ইফাদা ট্রাভেলস এন্ড ট্যুরস হাজীদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকে। যার কারণে ইফাদা ট্রাভেলস এন্ড ট্যুরস এর হজ্ব পালনের জন্য হাজী সংখ্যা দিন দিন বাড়ছে
এই সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দেওয়ান বাজার বাংলাদেশ ইসলামী একাডেমী জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারী,সীতাকুণ্ড কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওসমান গনি, সীতাকুণ্ড জবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির,বাংলাদেশ মসজিদ মিশনের উত্তর জেলার সেক্রেটারি, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা আবুল বাশর, মোহাম্মদ নুরুন্নবী, মাওলানা মনিরুল কিবরিয়া, কুতুব উদ্দিন শিবলীসহ প্রমুখ।