আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

টেকনাফের সাবরাংয়ে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আমান উল্লাহ কবির, টেকনাফ (কক্সবাজার) : | প্রকাশের সময় : শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

টেকনাফ উপজেলার সাববাং ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সাবরাংয়ের নয়াপাড়া স্টেশনে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফের সভাপতিত্বে ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লালুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী।

সভায় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। বক্তারা আরো বলেন- টেকনাফ নেতৃত্ব শূণ্য ছিল। ফলে ওসি প্রদীপ টেকনাফের সাধারণ মানুষের ত্রাস সৃষ্টি হয়েছিল। নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। আর আওয়ামী লীগ নেতারা দখলবাজিতে লিপ্ত ছিল। সেদিন কোন প্রতিবাদ ছিলনা। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। তাই সময় থাকতে স্বৈরাচারী হাসিনার কর্মীরা সাবধান হয়ে যান।  যারা মিথ্যা মামলা দিয়ে সাবরাংয়ের বিএনপির নেতা কর্মীদের হয়রানি করেছেন তাদের সাবধান করেন নেতারা।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবরাং ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী আবদুল গফুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন,  কক্সবাজার জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কীন,, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড সেলিমুল মোস্তফা,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী মেম্বার, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মো. ইসমাইল, হ্নীলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ মেম্বার, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মো. কাইয়ুম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আমিন আবুল। আরো বক্তব্য রাখেন- বিএনপি নেতা কবির আহমদ মেম্বার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জাহেদ মাহমুদ, যুবদলের আয়াছ উদ্দিন আবির, শব্বির আহমদ, মৌ আবুল হাশেম, আলী আহমদ, মো. একরামুল হক, ছাত্রদলের আতা উল্লাহ, কামরুল, আবদু শরীফ, জাহাঙ্গীর আলম, ফয়সাল আহমদ বাহাদুর, সাদ্দাম হোসেন, আমান উল্লাহ, নজরুল প্রমুখ।