আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নানা আয়োজনে বান্দরবানে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

অসীম রায়, বান্দরবান : | প্রকাশের সময় : শনিবার ৬ অগাস্ট ২০২২ ১১:২০:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নানা আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  ৫ আগস্ট শুক্রবার  বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। 

পাশাপাশি আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যবুলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন,পার্বত্য জেলা পরিষদ,পুলিশ এর কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করেন।

 পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী,স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. অংচালুসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।