নাইক্ষ্যংছড়ি সীমান্ত জুড়ে নেই কোন গোলাবারুদের শব্দ,সীমান্তে বসবাসকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে বুধবার ভোর থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পযর্ন্ত ঘুমধুম থেকে জামছড়ির কোন সীমান্ত পয়েন্ট দিয়ে কোন ধরণের বিস্ফোরণের আওয়াজ আসেনি মিয়ানমারের অভ্যন্তর থেকে। তবে সীমান্তে বসবাসকারী এক প্রবীণ মুরুব্বি জানান সম্প্রতি চলে আসা মিয়ানমার সেনাবাহিনী এবং আরকান আর্মির মাঝে সংঘর্ষে হতাহত হয়েছেন অসংখ্য, তাদের অভ্যন্তরিন সমস্যা নিয়ে চলা সংঘর্ষে তারুণ্যে ভরা বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির কাছে মিয়ানমার বর্ডার গার্ড বিজিপির ৬২ কিলোমিটার সীমান্তের যত গোল অবজারভেশন পোস্ট ছিল তার সবগুলো দখলে নিয়েছে আরকান আর্মি নামক বিচ্ছিন্নতাবাদী ওই গ্রুপটি,সে কারণে হয়তো মিয়ানমার সেনাবাহিনী খুইয়ে যাওয়া অবজারভেশন পোস্টগুলো পূর্ণ উদ্ধারে হামলা,অভিযান,ভারী অস্ত্র ব্যবহারের গতি বাড়াতেও পারে? ঘুমধুমের ইউপি সদস্য মোঃ আলম বলেন,সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত সীমান্ত পরিস্থিতি খুব ভালো কোন ফুটাফোটির শব্দ তার কানে আসেনি। জামছড়ির রহমত,চাকঢালার মির আহাম্মদ,তমব্রুর সরোয়ার বলেন সারাদিন শান্ত ছিল আমাদের বর্ডার সাইট,আল্লাহর কাছে বতর্মান পরিস্থিতি শান্ত হয়ে আগের মত স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক সে প্রার্থনা আমাদের।