আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে: আবারও এলো মর্টারশেল এবং গুলির শব্দ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ জানুয়ারী ২০২৪ ১১:২৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের মিয়ানমার- সীমান্ত ঘেঁষে বিদ্রোহী সশস্ত্র কয়েকটি গ্রুপের সঙ্গে মিয়ানমার জান্তা সরকারের নিয়ন্ত্রিত বাহিনীর মধ্যে গত কিছুদিন পযর্ন্ত ব্যাপক গোলাগুলি এবং সীমান্ত ঘেঁষে ওপারে মর্টারশেল রকেট লাঞ্চার নিক্ষেপের পাশাপাশি হেলিকপ্টার থেকে গোলা বর্ষণ করার কারনে সার্বিক নিরাপত্তা বিবেচনা করে সীমান্তবর্তী এলাকার ৫ টি প্রাথমিক বিদ্যালয়,একটি মাদ্রাসা এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর একটা থেকে ২টা পযর্ন্ত ৫টি মর্টারশেল এবং ৬ রাউন্ড গুলির শব্দ আসে তমব্রু এলাকার অভ্যন্তরে। এদিকে সীমান্তের উত্তেজনা কিছুটা কমে আসার কারনে সাময়িক বন্ধ হওয়া ঘুমধুম উচ্চবিদ্যালয় এবং সীমান্তের ১০০ গজ দুরত্বে থাকা ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা নিশ্চিত করে তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ার ফলে শিক্ষা কর্যক্রম আগের মতো চলছে তবে নিরাপত্তা এবং পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত মিয়ানমারের সীমান্ত এলাকার অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেনি,তবে দুপুর ১টা থেকে ২টা পযর্ন্ত মিয়ামারের কিছুটা ভিতর থেকে কয়েকটি বিস্ফোরণের আওয়াজ এসেছে বলে জেনেছেন স্থানীয়দের কাছ থেকে