পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি শুক্রবার এক দিনের সফরে নাইক্ষ্যংছড়ি আসছেন। সে (২৯ জুলাই ) সকাল ৯টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে পৌঁছাবেন তিনি। মন্ত্রির সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, পার্বত্যমন্ত্রির আগমনের কর্মসূচীতে সকাল ১০টায় এলজিইডি তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন,
সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস টার্মিনাল চত্ত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নতুন বাসর্টামিনাল কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পাচউবো ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে শেষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে আংশগ্রহন করবেন।
দুপুর ১২টায় নাইক্ষ্যংছড়ি হতে কক্সবাজার উদ্যোশে যাত্রা।
দুপুর ১টায় কক্সবাজার কলাতলী "নাইনটি নাইন ব্রাইডাল হাউজে সামাজিক অনুষ্টানে যোগদান।
বিকেল ৩টায় মন্ত্রী বান্দরবান উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।