আজ বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ই আশ্বিন ১৪৩১

নববর্ষকে ঘিরে রাঙ্গুনিয়ার জুয়েলারিতে উপচে পড়া ভীড়

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ ০৯:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

পহেলা বৈশাখের প্রথম দিনে রাঙ্গুনিয়া উপজেলার জুয়েলারি দোকানগুলোতে ছিল উপচে পড়া ভীড়। দোকানগুলো জাঁকজমকভাবে ফুলে ফুলে সজ্জিত করেছে দোকানীরা। খোলা হয়েছে নতুন হালখাতা। বিভিন্ন দোকানে চলছে সাতদিন ব্যাপী মজুরি ফ্রি ও গ্রাহকদের জন্য বিশেষ বিশেষ উপহারের ব্যবস্থা। বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) নববর্ষের প্রথম দিন সকালে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট বাজারের নিউ সুধা জুয়েলার্সে গিয়ে উপচে পড়া ভীড় দেখা যায়। এসময় দোকানে আগত সকল গ্রাহকের হাতে ছিল রকমারী উপহার। এদিন সকাল থেকে দোকানে ক্রেতারা তাদের পুরোনো সব পাওনা চুকিয়ে মিষ্টি মুখ করেন। নতুন বছরকে স্বাগত জানিয়ে লাল কভারের খাতায় হিসাব শুরু করেন দোকানের সত্বাধীকারী সাজু বনিক। তিনি বলেন, বিগত দুই বছরের তুলনায় আমরা সন্তুষ্টি জনক ব্যবসা করতেছি। প্রথম দিনে প্রচুর গ্রাহকের সমাগম হয়েছে। বিশেষ করে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ক্রেতারা পুরনো গয়না বিনিময় করে সর্বাধিক মূল্য পাচ্ছেন। এছাড়াও সাতদিন ব্যাপী থাকবে মজুরি ফ্রি। গ্রাহকদের জন্য নাস্তার আয়োজন সহ বিভিন্ন উপহারের ব্যবস্থা করা হয়েছে। গত দুই বছর কোভিডের জন্য ব্যবসা ভালো না হলেও এবার নিজেদের সর্বোচ্চ জানান দিচ্ছেন বণিকেরা।তারা দোকানকে ধুয়ে-মুছে পরিষ্কার করছেন। সাজসজ্জায় মন দিয়েছেন। এছাড়া মঙ্গলঘট, সোলার ফুল, মালাসহ নানা উপহার সামগ্রী দিয়ে দোকান সাজিয়ে রেখেছেন। ছবির ক্যাপশনঃ পহেলা বৈশাখের প্রথম দিন রাঙ্গুনিয়ার জুয়েলারি দোকানে উপচে পড়া ভীড়।