চলে যাব, তবু আজ যতক্ষণ দেহ আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সবার জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব, আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার উক্তি ব্যক্ত করার মাধ্যমে বান্দরবানের থানচিতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএসআরএম, বিএনকেএস, থানচি প্রেসক্লাব, মানুষের জন্য ফাউন্ডেশন, একশনএইড বাংলাদেশ ও ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগিতায় "আসুন সবাই মিলে পরিস্কার-পরিচ্ছনতা অভিযানে অংশগ্রহণ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিস্কার-পরিচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়।
থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে বাজার ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গলিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা গুলো পরিস্কার-পরিচ্ছতা অভিযান চালিয়ে ময়লা-আবর্জনা গুলো পরিস্কার করে ময়লা-আবর্জনা সংগ্রহ করে পুড়ে ফেলা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিস্কার-পরিচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিস্কার-পরিচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা ও বিএনকেএস প্রকল্প পরিচালক ভাননুন সিয়াম বম প্রমুখ। এছাড়া থানচি প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিএনকেএস এর কর্মকর্তা-কর্মচারী ও থানচি কলেজ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় এবং থানচি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।