আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা

থানচি (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ০৮:৩৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

কোটা আন্দোলনের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে বান্দরবানের থানচিতে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

স্মরণসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাকিব হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মসফিকুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন মাহাবুব প্রমুখ।

 

বিশেষ স্মরণসভায় বক্তব্য রাখেন, থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, আদিবাসী ছাত্র জনতার প্রধান সমন্বয়ক উথোয়াই ওয়াং মারমা, উপজেলা ইউআরসি কর্মকর্তা মোঃ সাকের উদ্দিন সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।

 

এসময় উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ছাত্র জনতার প্রতিনিধি উপস্থিত ছিলেন।