"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা," এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এবং উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাস্তবায়নে, দুর্নীতি দমন কমিশন সহযোগিতায়, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. সেলিমুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. আবদুল হামিদ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মো. জমির উদ্দিন, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম এবং উপজেলা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য যোহন ত্রিপুরা, মো. আব্দুল গণি ও অন্যান্য বক্তারা। অতিথিদের বক্তব্যে তারা উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি শূন্য অবস্থান রয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দুর্নীতি মুক্ত থাকতে হবে। নিজের দায়িত্ব পালন করতে সচেষ্ট হতে হবে, অন্যকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশকে একটি স্বনির্ভর ও দুর্নীতির মুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।