আজ শুক্রবার ১০ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোবারক হোসেন, খাগড়াছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:৫২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বুহত্তর চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিটিভির জেলা প্রতিনিধি এ্যাড. জসিম উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গু পত্রিকার জেলা প্রতিনিধি মো: মোবারক হোসেন। অনুষ্ঠানের শুরুতেই সা্ঙ্গু পত্রিকার জেলা প্রতিনিধিকে ফুল দিয়ে অভিনন্দন জানান, আগত অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো: জুলহাস উদ্দিন।

 

এছাড়াও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জাফর সবুজ, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রউফ, যায়যায় দিন পত্রিকার স্টাফ রিপোর্টার রিপন সরকার, সাংবাদিক নুর মোহাম্মদ হৃদয়, আমারদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি রহিম হৃদয়, সাংবাদিক আকতার হোসেন, জ্যাক ত্রিপুরা, বিশিষ্ট ব্যবসায়ী লিটন চৌধুরী প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

 

দৈনিক সাঙ্গু পত্রিকাকে শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেন, সাঙ্গু পত্রিকা পাঠকের আস্থা অর্জন করেছে। বেশকিছু আলোচিত রিপোর্ট করে মানুষের মনে জায়গা করে নিয়েছে। এই পত্রিকা শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আগামীতেও পত্রিকাটি সকল মানুষের সুখ-দু:খের কথা তুলে ধরবে এই প্রত্যাশা করছি।