আজ বুধবার ৮ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

কাপ্তাইয়ে মনীষার এডভোকেসি মিটিং।

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই : | প্রকাশের সময় : বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাই উপজেলায়  শিশুদের সংগঠন ইউনিসেফ এবং জাতীয় এনজিও নেটওয়ার্ক এডাব এর সহযোগিতায়  বেসরকারি এনজিও সংস্থা মনীষার উদ্যোগে এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। (বুধবার) ২৮ সেপ্টেম্বর  সকাল ১১ টায় উপজেলা কিন্নরী সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়। প্রকল্পের ফোকাল পার্সন জনাব আনিসুল তুহিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার জনাব মুনতাসির জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা জনাব নাজমুল হাসান,, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইদ্রিস এবং কাপ্তাই  প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ কবির হোসেন। 

কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় পারস্পরিক সমন্বয় প্রক্রিয়া সুদৃঢ়করণের ও কোভিড-১৯ প্রতিরোধ এর কার্যক্রম চলমান রাখতে কর্মকৌশল নির্ধারণ এর লক্ষ্যে  কাপ্তাই উপজেলার স্ব্যস্থ্য বিভাগ,মহিলা ও শিশু বিষয়ক,সমাজ সেবা অধিদপ্তর সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং কাপ্তাই উপজেলার রাজনৈতিক কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক,, সাংবাদিক ও তরুন সমাজ এর প্রতিনিধিদের নিয়ে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।