কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ অভিযান চালিয়ে স্কুল ছাত্রের নিকট হতে বন্যপ্রাণী বানর উদ্ধার করেছে। রবিবার (৪সেপ্টেম্বর) বেলা ১টায় রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো.কামাল হোসেনের নেতৃত্বে ডংনালা স্কুল ছাত্রের নিকট হতে একটি বন্যপ্রাণী বানরছানা গোপান সংবাদের ভিত্তিত্বে উদ্ধার করা হয়। এছাড়া লাম্বাগোনা এলাকা হতে বন্যপ্রাণী ক্ষতিকারক বৈদ্যুতিক তার সংযোগ জমিন হতে বিচ্ছিন্ন বাবদ উদ্ধার করা হয়। রাইখালী রেঞ্জের বনপ্রহরী মো.হাসান জানান আমরা গোপন সুত্রে খবর পেয়ে স্কুল ছাত্রের নিকট হতে একটি বানরছানা উদ্ধার করি। এবং হাতি বা অন্যান্য বন্যপ্রাণী ক্ষতিকারক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরে অফিসে আনা হয়। পাশাপাশি বন্যপ্রাণী বানরছানাকে চিকিৎসা সেবা দেয়া হয়।এসময় এলাকার ইউপি সদস্য উসাল অং মারমা, ইআরটি সভাপতি রহমতউল্লাহ,সহ-সভাপতি জামাল উদ্দিন ও নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন।