রাঙামাটির ঐতিহ্যবাহী কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রিয় সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন মজুমদার (৫১)মারা গেছে। ৭ আগষ্ট (রবিবার) বিকাল ৫টায় চট্রগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করে।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বোন ক্যান্সার,কিডনী, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন জানান,শিক্ষক জসিম উদ্দিন একজন সৎ, আদর্শবান এবং সাদা মনের শিক্ষক ছিলেন। স্কুল শিক্ষকের মৃত্যুতে শিক্ষক, ছাত্র, অভিভাবক, স্কুল কমিটি এলাকাবাসী,প্রাক্তন শিক্ষার্থী সহ বিভিন্ন মহলের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ৩মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে যান। রাত ৯ টায় তার কর্মস্থলে নিয়ে যাওয়া হলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তার পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। রাত ৯.২০ মিনিটে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার নিজ বাড়ি কুমিল্লা জেলার লাকসাম গ্রামে দাফন করা হয়।