আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

ইতালিতে বন্যা-ভূমিধসে নিহত ৯

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ ১০:৩০:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ এমিলিয়া-রোমাগনায় বন্যা-ভূমিধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৩ হাজারেরও বেশি বাসিন্দাকে।

 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলে হয়েছে, বন্যায় ফোরলি শহরে তিনজন মারা গেছেন। সিসেনেটে ভূমিধসে মারা গেছেন একজন। এছাড়া রোন্টা ডি সেসেনা গ্রামে এক দম্পতি মারা গেছেন। রাতেই মারা যান আরও দুজন।

আঞ্চলিক প্রেসিডেন্ট স্টেফানো বোনাচ্চিনি বলেন, বোলোগনা থেকে তিন হাজার, ফায়েনজা থেকে পাঁচ হাজার এবং রাভেনা থেকে পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

আমাদের হিসাব মতে, আটজন নিহত এবং কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা।

এমিলিয়া-রোমাগনার ভাইস প্রেসিডেন্ট আইরিন প্রিওলো সাংবাদিকদের বলেছেন, বৃষ্টি কমছে। তবে নদীতে পানির স্তর এখনও বাড়ছে।