আজ মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ই মাঘ ১৪৩১

মদিনা প্রবাসী ফোরামের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ১০:০৪:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের মদিনা প্রবাসী ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মদিনা মনোয়ারার একটি হোটেলের হল রুমে মদিনা প্রবাসী ফোরামের সভাপতি আবদুস সামাদ আজাদের সভাপতিত্বে ফোরামের অর্থ সম্পাদক  মুহাম্মদ এরশাদের সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন সহসাধারণ সম্পাদক মুহাম্মদ মীর কাশেম।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি-নাগরিক ইন্জিনিয়ার আবদুল হাদি আল শেহেরী।

বিশেষ অতিথি ছিলেন মদিনা প্রবাসী ফোরামের সহ-সভাপতি শাহ মুহাম্মদ সেলিম উদ্দিন, ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরমান, মদিনা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা বজল আহমদ বজলু, মদিনা মনোয়ারার বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইসমাইল ও মদিনা প্রবাসী ফোরামের সহ-সভাপতি সোহেল চৌধুরী প্রমুখ।

এছাড়াও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসের আলোচনা সভা মদিনা মনোয়ারার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

শেষে স্বাধীনতা যুদ্বে বীর  শহিদদের  মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত মোহাম্মদ মীর কামেল।