আজ শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

আলীকদমে বিএনপির বিশাল জনসমাবেশ

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫ ০৫:৩১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে সদর ইউনিয়ন বিএনপির  আয়োজনে জনসচেতনতামূলক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকাল ২ ঘটিকার সময়  আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলীকদম উপজেলার একাংশ মাম্যাচিং-জাবেদ  সমর্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন বিএনপির জনসমাবেশে অংশগ্রহণ করেন নেতাকর্মী সমর্থকরা।

 

আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতি বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি বান্দরবান জেলা বিএনপি মাম্যাচিং মার্মা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুসাইমং,বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা,বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম,আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ,আলীকদম উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনছুর আলম,যুগ্ম আহ্বায়ক ও চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন,উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মারুফ উদ্দিন,উপজেলা কৃষক দলের সভাপতি মীর কাসেম ছুট্রো,উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুচ্ছাফা ভূইয়া (বাবু) ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ জেলা- উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসচেতনতামূলক বিশাল জনসমাবেশে বক্তারা বলেন,আওয়ামী লীগ সরকার ভোট চোর সরকার।ফ্যাসীবাদ সরকার মানুষের ভোটাধিকার অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের মানুষকে মামলা,হামলা,খুন ও ঘুম, ভাংচুর লোটপাঠ করেছে।শুধু তায় নয়,আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলা বিহীন ঝুঁড়ি বানিয়ে রেখেছে। তাই এ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটিয়ে দেশকে নতুন করে ফের স্বাধীন করেছে ছাত্ররাসহ দেশের সাধারণ জনগণ। 

 

বক্তারা আরও বলেন,এ স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে এবং স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। এখন নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্বকে একত্রিত করে শক্তিশালী একটি সরকার গঠনের মাধ্যমে দেশে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিএনপির সরকার ক্ষমতায় এলে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করতে পারবে এবং আপনার হারিয়ে যাওয়া অধিকার ফিরে পারবেন।