আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

হাটহাজারীতে কৃষি জমি ভরাট.২লক্ষ টাকা জরিমানা

মাহমুদ আল আজাদ, হাটহাজারী : | প্রকাশের সময় : শনিবার ২১ অক্টোবর ২০২৩ ০৭:১৪:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

হাটহাজারীতে বালু দিয়ে কৃষি জমির ভরাটের দায়ে মো:ফখরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন হাটহাজারী।শনিবার(২১সেপ্টেম্বর)সকাল ১০টায় উপজেলার রাঙ্গামাটি সড়কের ইছাপুর বাজারের পশ্চিমে কৃষি জমি ভারাটের সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি এম মসিউজ্জামান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

 

 

জানা যায়,অবৈধভাবে বালি দিয়ে জমি ভরাট করার অভিযোগ পেলে ঘটনাস্থলে ইউএনও,সহকারী কমিশনার (ভূমি) দ্রুত ঘটনাস্থলে যান।সত্যতা পেয়ে কৃষি জমি ভরাট করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২লক্ষ টাকা জরিমানা করেন। অভিযুক্ত ফখরুল মেখল ইউনিয়নের সামাদ আলী তালুকদার বাড়ীর মনির আহমদের পুত্র।

 

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এ.বি এম মসিউজ্জামান বলেন,

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে কৃষি জমি অত্যন্ত মূল্যবান। তাই, অবৈধভাবে বালি উত্তোলন করে কৃষি জমি ভরাট বন্ধে সরকার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন প্রণয়ন করেছে।এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। তাই, কৃষি জমি ও কৃষকের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। ভরাটকৃত বালু অপসারণ করারও নির্দেশ দেয়া হয়।

 

উক্ত অভিযানে এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান সহ মডেল থানা পুলিশের সঙ্গীয় ফোর্সের সদস্যবৃন্দ।