বান্দরবানের লামা বন বিভাগের আয়োজনে "(CHTWCA-SID-CHT)” প্রকল্পের আওতায়"সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৭ জুন) দিনব্যাপী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হোটেল এরিস্টো ডাইন এর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রেঞ্জ অফিসার মো.আবুল কাসেম এর উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করছেন, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বন বিভাগের উপ-প্রধান বন সংরক্ষক ও CHTWCA এর প্রকল্প সমন্বয়ক মোঃ মঈনুদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বন সংরক্ষক চট্টগ্রাম বিপুল কৃষ্ণ দাস, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল,লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান ও ফাতেমা পারুল, CHTWCA, SID-CHT, UNDP প্রকল্পের চীফ টেকনিক্যাল এডভাইজার ড. রাম শর্মা,হক মাহবুব মোরশেদ বিভাগীয় বন কর্মকর্তা, বান্দরবান বন বিভাগ।
কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, সাঙ্গু মৌজার হেডম্যান, কারবারী গন অংশ নেয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন,মঞ্জুরুল আলম চৌধুরী রেঞ্জ অফিসার, সাংগু রেঞ্জ।