"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের লামায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক তানফিজুর রহমানের সঞ্চালনায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের তত্ত্বাবধানে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ। আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বাবু অংসিং, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আনোয়ারা বেগম, সহ-সভাপতি মাও: আজিজুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার আ: শুক্কুর, সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক বেলাল আহমদ, সাংবাদিক ইউসোপ মজুমদার, সাংবাদিক ফরিদ উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি বিরোধী লড়াইয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে পারে তরুণরা। আমাদের আগামী প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন বাংলাদেশে সবাই দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকবে। দেশের অফিস আদালতসহ সব ক্ষেত্রে দুর্নীতি থাকবে না বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় উপজেলার সামনে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন ও দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।