- বাদী পরিবারের সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীন ও আতঙ্কে রয়েছে বলে দাবী করেছেন।
কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর দানু মিয়া হত্যার ঘটনায় থানা মামলা দায়ের নিয়ে পারিবারিক ভাবে ভাবি-ননদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। মামলার বাদী নিহত দানু মিয়া'র স্ত্রী রুজিনা বেগমের বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো নিয়ে উল্টো ননদের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ তুলেছেন হত্যা মামলার বাদী রুজিনা বেগম। ভাবি-ননদের দ্বন্দ্ব নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
নিহত দানু মিয়া'র স্ত্রী রুজিনা বেগম অভিযোগে সাংবাদিকদের জানান, পেকুয়ার কলেজছাত্র জিহাদ হত্যা মামলায় আমার স্বামী দানু মিয়া'কে মিথ্যা ও হয়রানিমূলক ভাবে মামলার আসামি করা হয়েছিল। তিনি ওই মামলায় উচ্চ আদালতের নির্দেশে স্থায়ী জামিনের জন্য গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম যাচ্ছিল। পথে তার গাড়ি আটকে একদল সন্ত্রাসী দানু মিয়া ও তার সঙ্গী মুবিনকে গাড়ি থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করে পিঠিয়ে গুরুতর আহত করেন। পরে ঈদমনি লালব্রীজ আঞ্চলিক মহাসড়কের পাশে তাদের ফেলে যায় ওই সন্ত্রাসীরা। ঘটনার পরে থানা পুলিশ খবর পেয়ে দানু মিয়া ও মুবিনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দানু মিয়া'র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রতিমধ্যে পটিয়া ইন্দ্রপুল এলাকায় পৌঁছলে তিনি মারা যান।
নিহত দানু মিয়া'র হত্যার ঘটনা নিয়ে তার স্ত্রী হিসেবে বাদী হয়ে ১৪ ডিসেম্বর চকরিয়া থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করি। ওই মামলা দায়ের করার পর থেকে আমার ননদ জোসনা আক্তার ও তার স্বামীর যোগসাজশে নানা ধরণের প্রপাগাণ্ডা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, হত্যা মামলা দায়ের করার পর থেকে তারা নানা ভাবে বিভিন্ন ধরণের হুমকি-ধমকিসহ ভয়ভীতি দিয়ে আসছে।
তিনি আরো বলেন, আমাদের সংসারে তিনজন ছেলে-মেয়ে আছে। তৎমধ্যে পরিবারের বড় মেয়ের নাম তারজিন সোলতানা পপি ওরফে শিফা, মেঝে সন্তানের নাম রিফাত মিয়া (১৩) ও ফাবিহা সোলতানা পুস্পা নামে দুই বছরের শিশু কন্যা সন্তান রয়েছে। মূলত আমার ননদ জোসনা আক্তার তার ভাইয়ের হত্যা মামলার বাদী হতে না পেরে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে জড়িয়ে ও হত্যা মামলাকে প্রশ্নবিদ্ধ করতে থানার ওসি'কে ঘিরে বিভিন্ন প্রপাগাণ্ডা চালিয়ে যাচ্ছেন। দেশবাসী এবং প্রশাসনের কাছে আমার প্রশ্ন ; আমি ও পিতাহারা সন্তানেরা কি তাদের বাবা হত্যার বিচার পাবে না? এ কথা বলতে বলতে নিহত দানু মিয়া'র স্ত্রী মামলার বাদী রুজিনা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবীও জানিয়েছেন। হত্যা মামলার পর থেকে বাদী রুজিনা বেগম পরিবারের সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীন ও আতঙ্কে রয়েছে বলে দাবী করেছেন।
হত্যা মামলার বাদীকে হুমকির বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল কাদের ভুঁইয়া কাছে জানতে চাইলে তিনি বলেন, দানু মিয়া হত্যার বাদীকে কেউ হুমকি দিলে বাদী আইনের আশ্রয় নিতে পারে। মামলার বাদী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।