আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রোয়াংছড়ি শিশুদেরকে শিক্ষা উপকরণ, নগদ অর্থ ও ফলজ চারা বিতরণ

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ অগাস্ট ২০২২ ১০:১৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়িতে কম্প্যাশন অর্থায়নে সিডিসি পরিচালনায় (কমিউনিটি ডেভলাপমেন্ট কনসার্ন) পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় কম্প্যাশন সভা মিলনায়তনে গোরমতি আম ২টি,, বারি-১০ আম ২টি, আম্র পালি-১টি, জামবুরা-১টি, বড়ই-১টি, করে ৯০জন ১৫ বছরে উর্ধের বয়সীদের মোট ৬৩০টি ফলজ চারা বিতরণ। প্রকল্প শিশু ২৮৩ জন শিশুদের স্বাস্থ্য সরঞ্জাম ও শিক্ষা উপকরণ, পশু পালনের লক্ষে প্রতি পরিবারকে ৪ হাজার ৫শত টাকা করে ১৪টি দুস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২) আয়োজিত অনুষ্ঠানে রামসাংময় (সাংতে) বম পরিচালনায় ঙুনথাং সাইলুক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপ্যাশনের ব্যবস্থাপক লাল রাম কাপ বম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান, সোয়ানলু পাড়া কারবারী (গ্রাম প্রধান) সাপত্লাই বম।