আজ সোমবার ১৪ অক্টোবর ২০২৪, ২৯শে আশ্বিন ১৪৩১

রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা রক্সি আত্মা হত্যা মারা গেছেন

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ০৫:৪৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা রক্সি নিজ বাড়িতে আনুমানিক সকাল ১১ ঘটিকায় নিজ রুমে সেলিন ফ্যানে গলাই ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছেন। 

মৃত্যুর ব্যক্তি ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বতটলী পাড়ার মৃতু অনিল তঞ্চঙ্গ্যা ও মাতা গীতি তঞ্চঙ্গ্যার বড় ছেলে অনিক তঞ্চঙ্গ্যা (২৮)।  মৃত্যুর কালের তার নিজ ব্যক্তিগত ডাইরিতে কিছু লেখা দিয়ে গলাই ফাস দিয়ে আত্মা করে মারাগেছেন।