আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
মিরসরাইয়ে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভায় বক্তারা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ১১:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যখাতে সংস্কার চেয়েছেন অংশীজনেরা। একইসাথে মানহীন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসাখাতে আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণসহ সরকারি-বেসরকারি হাসপাতালের নানা সংকট নিয়ে আলোচনা উঠে আসে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত সকল চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এখানকার স্বাস্থ্যখাত নিয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাছির উদ্দিন, মিরসরাই ডায়াগনষ্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশানের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, পূর্বকোণ প্রতিনিধি সাদমান সময়। 

এছাড়া সভায় হাসপাতালের চিকিৎসক, সরকারি কর্মকর্তা, নার্স, স্বাস্থ্যকর্মী, বেসরকারি মেডিকেলসংশ্লিষ্ট কর্মী, ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, মেডিকেল টেকনোলজিস্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন।