বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর উদ্যোগের উপজেলা ভিত্তিক সমাজকর্মী এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুপ্ত বিষয় নিয়ে র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত করা হয়েছে।
সোমবার ( ১ অক্টোবর ২২) সকাল ১১ ঘটিকার সময়ে উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার সঞ্চালনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।
এতে রোয়াংছড়ি উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে অন্তর্ভুক্ত ২৩ জন সদস্যকে ঋণ বিতরণ করেছে। মাতৃকেন্দ্রতে ২,৯০,০০০ (দুই লক্ষ নব্বই হাজার), সুদমৃক্ত ঋণ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার), প্রতিবন্ধি ঋণ ১,৬৫,০০০/- ( এক লক্ষ পয়ষট্টি হাজার) টাকা।
অন্যান্যরা উপস্থিত ছিলেন আলেক্ষ্যং চেয়ারম্যার বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং চেয়ারম্যান চনুমং মারমা, ফিল্ড সুপারভাইজার শাহিন আক্তার, ইউনিয়ন সমাজ কর্মী, লিলিপ্রু চৌধুরী, ক্যশৈমং মারমা, মাএছাইন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মিতালি তঞ্চঙ্গ্যা সহ প্রমুখ।