আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রামগড়ে জোন কমান্ডার ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ৩১ অক্টোবর ২০২২ ০৪:৪৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মাদককে নিরুৎসাহি এবং জোন এলাকার ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য খাগড়াছড়ির রামগড়ে উদ্বোধন হয়েছে ‘জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্ট-২০২২। সোমবার বিকেল ৩টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় ৪৩ বিজিবির আয়োজনে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জোন কমান্ডার লে: কর্ণেল মো. হাফিজুর রহমান, পিএসসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার উদ্দিন, রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দিন সহ জোনের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় রামগড় বাজার একাদশ বনাম ইসলামপুর একাদশ হেয়াকো অংশ নেন। খেলায় ২-১ গোলে রামগড় বাজার একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, হাবিলদার হারুন ও সহকারী রেফারী মাহবুব ও জয়ফুল। ধারাভাষ্যকার ছিলেন সিপাহি রুবেল। মোট ৪টি মাঠে একযোগে টূর্ণামেন্টের ৪টি খেলা শুরু হয়ে আগামী ১৪ নভেম্বর সমাপনীর মাধ্যমে টূর্ণামেন্টের সমাপ্তি হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।