আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

রামগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ২৯ অক্টোবর ২০২২ ০৪:০২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র কমিউনিটি শান্তি শৃঙ্খলা সর্বত্র' এই শ্লোগানকে সামনে রেখে রামগড়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার সকালে রামগড় থানার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে রামগড় বাজারে পুলিশ বক্সের সামনে এসে সমাপ্তি হয়। এরআগে থানার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে, রামগড় থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পুলিশিং ডে কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো নুরুল আলম আলমগীর, থানার (ওসি) তদন্ত রাজিব চন্দ্র কর সহ রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমূখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ, রামগড় থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।