আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

মিরসরাইয়ে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:২৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে পৌরসভার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মিরসরাই পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নাজরিন আক্তার মৌসুমীকে সভানেত্রী ও আবেদা সুলতানাকে সাধারণ সম্পাদিকা করে মিরসরাই পৌরসভার ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নাজরিন আক্তার মৌসুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন নেসা নার্গিস, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা ইয়াছমিন, মিরসরাই উপজেলা মহিলা দলের সভানেত্রী জোবায়দা শিরিন। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে শুধু বিএনপির নেতাকর্মী নয়, আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরাও নানা নির্যাতনের শিকার হয়েছে। আজ মুক্ত বাতাসে তারা চলাফেরা করতে পারছে। আমাদের মা-বোনেরা যেন তাদের ভোটের অধিকার ফিরে পায়, সমাজে স্বাধীনভাবে চলতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাবে মহিলা দলের নেত্রীরা।