আজ মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৩শে পৌষ ১৪৩১

চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই ডাকাত ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া: | প্রকাশের সময় : শনিবার ৪ জানুয়ারী ২০২৫ ১১:১৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি অস্ত্র (এলজি) ও দুই রাউন্ড কার্তুজসহ দুই ডাকাত ও এক পরোয়ানাভুক্ত আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। 

 

শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে   তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রিংভং এলাকার রিদুয়ানুল হকের ছেলে এমরানুল হক শামীম (২৫), একই ওয়ার্ডের সোয়াজানিয়া এলাকার কামাল হোসেনের ছেলে  সাজ্জাদ হোসেন (২৫) ও চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম বাটাখালীর নুর আহমদের ছেলে আলমগীর (৩৬)।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পুলিশ বারো ঘন্টার বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে এবং একজন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের আদালতে উপস্থাপন করা হলে তাদের জেলহাজতে প্রেরণ করেন ম্যাজিস্ট্রেট।