আজ শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫, ২০শে পৌষ ১৪৩১

বান্দরবান হাসপাতালের টয়লেট থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : শুক্রবার ৮ এপ্রিল ২০২২ ০৭:৫০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান সদর হাসপাতালের টয়লেটে বিউটি দাস (২৪) নামে এক নারী আত্মহত্যা করেছে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। নিহত বিউটি শহরের কালাঘাটা ইউনিয়নের লিয়াকত আলী পাড়ার চন্দন দাশের স্ত্রী। বৃহষ্পতিবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিউটি দাশ বান্দরবান হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরের দিকে বিউটি দাশ হাসপাতালের টয়লেটে যায়। অনেকক্ষণ পরও ফিরে না আসায় ছেলে ঋত্বিক দাশ টয়লেটে গিয়ে বিউটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকার শুনে হাসপাতালের ডাক্তার ও অন্যরা ছুটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আবাসিক) ডা.মো. জিয়াউল হায়দার বলেন, বিউটি দাশ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে জানতে পারি সে হাসপাতালের টয়লেটে গিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কানুন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। আজ দুপুর ২.৩০ টার দিকে বান্দরবান সদর হাসপাতালের টয়লেট থেকে এক মহিলা রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বিউটি দাশ কালাঘাটা লিয়াকত আলী পাড়া এলাকার চন্দন দাশের স্ত্রী। তার তিন নাবালক ছেলে রয়েছে বলেও জানা গেছে।