আজ শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫, ২০শে পৌষ ১৪৩১

মিরসরাইয়ে ৩৯০০ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ ০৯:০৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে ৩ হাজার ৯’শ ইয়াবা ও একটি হাইস গাড়ী সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরবাজারে উত্তরা বাস কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। 

অভিযানে কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া গ্রামের মৃত মো. শাহজাহানের ছেলে মো. আরিফুল ইসলাম (২৮) ও কক্সবাজার জেলার গোনাপাড়া গ্রামের মৃত দিল মোহাম্মদের ছেলে মো. জাবের প্রকাশ রানা (২৬) কে গ্রেফতার করা হয়। অভিযানকালে ইয়াবা পরিবহনে ব্যবহৃত হাইস গাড়ি (নং-চট্ট মেট্রো-চ-১১-৪১১৬) জব্দ করা হয়। রানা জব্দকৃত হাইস গাড়ীর ড্রাইভার। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ী সহ ৩ হাজার ৯’শ ইয়াবা যার বাজার মূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা এবং ইয়াবা বহনে ব্যবহৃত একটি হাইস গাড়ী যার বাজার মূল্য ৭ লাখ টাকা জব্দ করা হয়। এই বিষয়ে এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। দুই আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।