আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে শিক্ষক দিবস পালিত

অসীম রায়, বান্দরবান : | প্রকাশের সময় : শুক্রবার ২৮ অক্টোবর ২০২২ ০২:৩৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

২০০ শিক্ষককে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক ইয়াছিন পারভীন তিবরীজি। বান্দরবানে ২০০ শতাধিক শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসক । বৃহস্পতিবার ২৭ শে অক্টোবর শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলার সব শিক্ষক-শিক্ষিকাকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। ২০০ শিক্ষককে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক ইয়াছিন পারভীন তিবরীজি। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ স্লোগান সামনে রেখে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইয়াছিন পারভীন তিবরীজি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকারি উচ্চ বিদ্যালয় ও উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি , মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রমুখ।