বান্দরবানের আলিকদম থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মিয়ানমারের ২০টি গরু উদ্ধার করা হয়েছে। বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার(২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে আলিকদম ১নং ইউপির ৪ নং ওয়ার্ডের ছফুর ঘোনাস্থ পাহাড় এলাকা দিয়ে অবৈধভাবে ৬টি মিয়ানমারের গরু পাচার করছিল স্থানীয় একটি পাচারকারী চক্র। উক্ত গোপন সংবাদের ভিত্তিত্বে আলিকদম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬টি গরু আটক করে। অপর দিকে সোমবার(২৫অক্টোবর) রাত সাড়ে ৪টার দিকে আলিকদম থানা পুুলিশ ২নং চৈক্ষ্যং ইউপির ২নং ওয়ার্ডের লামা-আলীকদম সড়কের পাট্টাখাইয়াস্থ মুড়ি ফ্যাক্টরীর পাশ অভিযান চালিয়ে পাচারের সময় আরো ১৪টি মিয়ানমার থেকে অবৈধ উপায়ে নিয়ে আসাগরু উদ্ধার করে। উদ্ধারকৃত ২০টি গরুর মুল্য ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করে অবৈধ গরু পাচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বল পুলিশ জানায়।