টানা সরকারি ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে বান্দরবানে। এরই মধ্যে বেশিরভাগ আবাসিক হোটেলে শতভাগ বুকিং হয়ে গেছে। আর পাহাড় প্রকৃতি ও ঝর্ণার অপরূপ রূপ দেখে মুগ্ধ হচ্ছে প্রকৃতিপ্রেমীরা।
জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈল প্রপাত, চিম্বুক, নীলগীরিসহ প্রতিটি পর্যটনকেন্দ্র এখন মুখরিত পর্যটকদের কোলাহলে। পাহাড়, নদী আর ঝিরি-ঝর্ণার অপরূপ রূপ দেখে বিমোহিত হচ্ছে প্রকৃতিপ্রেমী পর্যটকেরা।
এদিকে টানা সরকারি ছুটির কারণে পর্যটকদের ভীড়ে ইতোমধ্যে জেলার সব হোটেল-মোটেল আর রির্সোটগুলো বুকিং হয়ে গেছে। নতুন কোনো পর্যটক আর কক্ষ পাচ্ছে না কোথাও। তবে আগত সব পর্যটকের পর্যাপ্ত সেবা দিতে কাজ করছে হোটেল কর্তৃপক্ষ।
এদিকে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, বান্দরবানে প্রতিদিনই অসংখ্য পর্যটকের আগমন ঘটে, সেজন্য পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটন স্পটগুলোতে পোশাকধারী ও সাদা পোশাকে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছে।