আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

বান্দরবানে ওএমএস কার্যক্রম শুরু

অসীম রায়, বান্দরবান : | প্রকাশের সময় : বুধবার ২ নভেম্বর ২০২২ ১২:৫৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

"শেখ হাসিনা বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্যশস্য বাজারের দর উর্ধ্বগতির প্রবণতার রোধ নিম্ন আয়ের জনগোষ্ঠিকে মূল্য সহায়তাসহ বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে খোলা বাজারের চাউল বিক্রয় ( ওএমএস) কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ০২ রা নভেম্বর সকালে বান্দরবানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর আওতায় বান্দরবান পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভোক্তাদের কাছে তেল,ডাল,চিনি ন্যায্য মুল্যে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিটিএলজি লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি গিয়াস উদ্দিন মাষ্টার, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু ছালেহ চৌধুরী সহ উপস্থিত কার্ড ধারি জনগণ।