আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নারী ও শিশুদের ব্যবহার করে নীরিহ মানুষকে হয়রানী বন্ধে পুলিশকে সচেতন হতে হবে -পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

এইচ এম সম্রাট,বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ৭ অগাস্ট ২০২২ ০২:১৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

সমাজে নির্যাতিত নারী ও শিশুরা একা নয়,তাদের সাথে রয়েছে রাষ্ট্র ও স্থানীয় প্রশাসন। নারী ও শিশু নির্যাতনকারীদের কঠিন হস্তে দমন করতে হবে। সমাজে নারী ও শিশুদের নির্ভয়ে ও নিরাপদ জীবন যাপন নিশ্চিত করতে হবে। তবে পুলিশকে খেয়াল রাখতে হবে কোন প্রভাবশালী মহল ও সমাজের সুবিধাবাদীরা কোন অবস্থাতেই অসহায় নারী শিশুকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে যাতে নীরিহ ব্যক্তিকে হয়রানী করতে না পারে। রবিবার সকাল ১০টায় বান্দরবান সদর থানা কম্পাউন্ডে নির্মিত ভিকটিম সার্পোট সেন্টার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইউএনডিপির অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভিকটিম সার্পোট সেন্টার উদ্বোধন কালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরীন আকাতার, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচাল লুৎফুর রহমান,ইউএনডিপির জেলা কর্মকর্তা খুশী রায় ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ও  রেজা সরওয়ার সহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধরা।

মন্ত্রী আরো বলেন,সমাজে নারী ও শিশুরা নির্যাতনের শিকার হওয়ার পর তারা ভয়ে আইনের দ্বারস্থ হতে বা থানায় আসতে সাহস করেনা। নব নির্মিত এই ভিকটিম সার্পোট সেন্টার হবে নির্যাতিত নারী ও শিশুদের জন্য সব ছেয়ে নিরাপদ আশ্রয়স্থল। আশা করি এই ভিকটিম সার্পোট সেন্টারে সমাজে নির্যাতিত নারী ও শিশুরা বিপদের সময় আশ্রয় নিয়ে থাকতে ও খেতে পারবে এবং তারা পুলিশের পক্ষ থেকে শারীরীক ও মানষিক সার্পোট পাবে। এসময় মন্ত্রী ভিকটিম সার্পোট সেন্টারের জন্য এক লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।