গত তিনদিন ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিস্ফোরণের শব্দ শোনতে পাননি বলে জানিয়েন সীমান্তবর্তী লোকজন,তারা জানান গত রবিবার থেকে মঙ্গলবার রাত ৮টা সময় পযর্ন্ত ঘুমধুম থেকে নাইক্ষ্যংছড়ির জামছড়ির ৪৪,৪৫ পর্যন্ত মিয়ানমারের ভিতর থেকে বিস্ফোরণের আওয়াজ বাংলাদেশের অভ্যন্তরে আসেনি। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে কথা হলে তিনি জানান,আপাতত আমার এলাকার সীমান্ত এলাকা দিয়ে ফোটাফুটির খবর আমাকে কেউ জানাননি, সে কারনে মনে হচ্ছে পরিস্থিতি আগের চাইতে ভালো আছে,এবং সীমান্ত এলাকার স্পর্শকাতর পয়েন্ট থেকে নিরাপদ জায়গাই ফিরিয়ে আনা প্রায় সবাই,ফিরে গেছে নিজ নিজ আবস্থানে। তমব্রুর ৩৪,৩৫ সীমান্ত পিলার দিয়ে তেমন বড় কোন বিকট শব্দের আওয়াজ মিয়ানমার অভ্যন্তর থেকে বাংলাদেশ সীমানাই আসেনি বলে জানিয়েছ তমব্রু বাজারের ব্যাবসায়ী মোঃ সরোয়ার। নাইক্ষ্যংছড়ি ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছাবেরের সঙ্গে যোগাযোগ হলে তিনি জানান তার এলাকায়ও তেমন গোলমালের খবর নেই,বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, লোকজনের মাঝে কিছুটা ভয় কেটে স্বাভাবিক অবস্থায় ফেরতে শুরু করেছে দৈনন্দিন কর্মকাণ্ডে।