আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে গভীর রাতে আতঙ্ক ছড়িয়েছে মিয়ানমারের ২ হেলিকপ্টার

মোঃ ইফসান খান ইমন: | প্রকাশের সময় : শুক্রবার ৭ অক্টোবর ২০২২ ০৯:১৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ৩৪,৩৫,সীমান্ত পিলারের কাছাকাছি চলে আসে ঐ দেশের দুইটি সামরিক হেলিকপ্টার। সীমান্তের তমব্রু এলাকার কয়েক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে জানা যায় বৃহস্পতিবার রাতে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন মিয়ানমার সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টারের আওয়াজে তমব্রুর সীমান্ত এরিয়াতে আতঙ্ক দেখা দেয় মানুষের মাঝে,তবে মিয়ানমারের হেলিকপ্টার দুটি তাদের সীমানাতেই ঘুরেফিরে আবার তাদের অভ্যন্তরে চলে যায়। তমব্রুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলম বলেন রাত গভীর হওয়াতে তিনি ঘুমে ছিলেন,সকালে মানুষ থেকে শোনেছেন। তমব্রুর ব্যবসায়ী মোঃ সরোয়ার জানান, হেলিকপ্টার দুটি যখন মিয়ানমারের ভিতর থেকে শব্দ করে সীমান্তের দিকে আসছিল তখন রাত ১টা বেজে ১০মিনিট,মনে হচ্ছিল সীমান্ত অতিক্রম করে আমাদের দেশের ভিতরে এসে পড়বে?কিন্তু তাদের সীমানার ভিতরে অবস্থান করে ১২মিনিট পযর্ন্ত টহল দিয়ে আবার তাদের ভিতরে ফিরে যায়,এবং ঐ কপ্টার থেকে তাদের অভ্যন্তরের বেশ ভিতরে ব্যাপক গোলাবারুদ বিস্ফোরণের শব্দের আওয়াজ এসেছে বলে তিনি জানান। কৃষক ফয়েজ উল্লাহ বলেন রাত অনেক হওয়াতে প্রায় মানুষ ঘুমে ছিলেন,কিন্তু যারা জেগেছিল তাদের মাঝে আতঙ্ক কাজ করেছে ব্যাপক। অপর দিকে শুক্রবার ভোর থেকে সন্ধ্য ৭টা ৩০ মিনিট পযর্ন্ত ঘুমধুম থেকে জামছড়ির কোন সীমানা পিলার দিয়ে কোন প্রকার বিস্ফোরণের শব্দে মিয়ানমার অভ্যন্তর থেকে ভেসে আসেনি বলে জানিয়েছেন সীমান্তে বসবাসকারী অনেকেই।