আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার'সীমান্ত দিনে নিস্তব্ধ,রাতে আসে গুলি বিস্ফোরণের আওয়াজ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ০৬:০৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন এবং দৌছড়ি ইউনিয়নের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে রাতে আসছে গুলি বিস্ফোরণের আওয়াজ।

গত কয়েদিনে রাতের সময় মিয়ানমারের সামান্য অভ‍্যন্তর থেকে   সীমান্ত পিলার ৪৮/৪৯/৫০ নাম্বার দিয়ে থেমে থেমে কখনো ৪ রাউন্ড কখনো ৮ রাউন্ড করে গুলির শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা আসে। ৩০ অক্টোবর বুধবার  সন্ধ্যা ৬ টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৫০ পিলার থেকে দক্ষিণে মিয়ানমার অভ্যন্তরে স্বাধীনতাকামী বিদ্রোহী (AA)'র নিয়ন্ত্রিত আমতলী পোস্টর দায়িত্বপূর্ণ এলাকা থেকে ২ রাউন্ড ফায়ারের আওয়াজ আসে। আবার রাত ১০টা ৪৮ মিনিটের সময় ৪৮ এবং ৪৯ সীমান্ত পিলারের মাঝামাঝি জায়গা দিয়ে থেমে থেমে ৮ রাউন্ড গুলি বিস্ফোরণের শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা আসে বলে জানান,সীমান্ত সংলগ্ন বসবাসকারী মোঃ জিয়া। উক্ত বিষয়ে দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,গুলি বিস্ফোরণের যে শব্দগুলো সীমান্ত এলাকায় আসে তাতে মানুষের দৈনন্দিন কাজে কোন ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না।এবং গুলি বিস্ফোরণের ঘটনা গুলো  মিয়ানমার অভ্যন্তরে হয়।চলতি এই সময়ে সীমান্তের মিয়ানমার অংশের নিয়ন্ত্রণে রয়েছে সে দেশের বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরকান আর্মি নামক একটি সংগঠন।তারা বর্তমান সময়ে সীমান্ত এলাকায় বিভিন্ন চোরাচালান ব্যবসার সাথে সরাসরি জড়িত রয়েছে।ধারণা করা হয় এই চোরাচালান নির্বিঘ্নে পরিচালনা করার স্বার্থে ফাঁকা গুলি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তুলেন আরকান আর্মি সদস্যরা তাদের ব্যবসায়িক স্বার্থে।