নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে তুমব্রু পাহাড় পাড়া এলাকা থেকে ১ হাজার প্যাকেট ওরিস বিদেশী সিগারেটসহ একজনকে আটক করেছে পুলিশ বুধবার(৭সেপ্টেম্বর) বান্দরবান জেলা পুলিশ সুপার'র সার্বিক দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইনেসপেক্টার) সোহাগ রানার নেতৃত্বে এসআই পাভেল মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ঘুমধুম ইউপিস্থ ০১নং ওয়ার্ডের পাহাড় পাড়া সাকিনে জৈনক খোকনের চিকনছড়ি বাগানের সামনে রাস্তার উপর হতে একটি সিএনজি গাড়ি তল্লাশি করে ১০০০ প্যাকেট বিদেশি ওরিস সিগারেটসহ একজনকে আটক করেছে পুলিশ এবং পাচারকাজে ব্যবহারিত সিএনজিটিও জব্ধ করাহয়।
গ্রেফতারকৃত আসামী: ঘুমধুমের তুমব্রু পশ্চিমকুল এলাকার এবাইদুর রহমানের পুত্র আবুল হাশিম (৩৯)
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টানটুসাহ বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি আরো বলেন মাদক, সন্ত্রাস ও অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।