অসহায়,গরীব,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছেন বিজিবি। রবিবার (১২ জুন) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হেডকোয়ার্টারে সংকিপ্ত এক অনুষ্ঠানে পাহাড়ী-বাঙ্গালীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জোন এরিয়ার ২৩ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষা বৃত্তি প্রদান কালে বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন বলেন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের সাথে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সময় তিনি আরও বলেন,পার্বত্য এলাকায় বসবাসরত জনসাধারণের সাথে বিজিবির সব ধরনের সহযোগিতা অব্যহত আছে এবং থাকবে। এসময় উপস্থিত ছিলেন কেপ্টেন রাফিউস হাসান, জোন জে সিও শাহ আলম সহ বিজিবির পদস্থ কর্মকর্তারা।