বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পার্শ্ববর্তী নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত পর্যটন সম্ভাবনার নতুন মাত্র যোগ করেছে সম্ভাবনাময়ী নাইক্ষ্যংছড়ি,উপজেলা সদর থেকে মাত্র ৫কিলোমিটার দূরত্বে পাহাড়ের চূড়ায় মনোরম পরিবেশে কোলাহলমুক্ত প্রাকৃতিক হিমেল বাতাসে ভরা পর্যটন স্পট দূরবীন।
দুপুরের পর থেকে দুর দুরান্ত থেকে আগত ভ্রমণকারীদের পথচারণায় কোলাহল মুখর হয়ে ওঠে,জায়গাটিতে বসে সময় কাটাতে রয়েছে শৈলচূড়া ক্যাফে নামক একটি প্রতিষ্টান উক্ত ক্যাফেতে নানা পদের মুখরোচক খাবার সহ,চা,কপি সহজেই মিলে, এক সময় উক্ত জায়গা বিজিবি পয়েন্টে হিসাবে চিনতো মানুষেরা,ঐ পয়েন্টটি উদ্ভোদন করেন ২০২১ সালের ২০ নভেম্বর,তৎকালীন ১১ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহা আব্দুল আজিজ আহমেদ,
যা এখন ব্যাপক পরিচিত লাভ করেছে পর্যটক স্পট দূরবীন নামে,কথা হয় ঘুরতে আসা প্রাইমারি শিক্ষক আসাদুজ্জামান ইফাজের সঙ্গে,তিনি বলেন পরিবেশটা দারুণ,তিনি পুলকিত বোধ করছেন।
কথা হয় উপজেলা সদর থেকে আসা স্থানীয় সাংবাদিক দৈনিক মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলামের সঙ্গে,তিনি বলেন স্পটটি দারুণ উপজেলাকে নতুন ভাবে পরিচিতি করাচ্ছে দূরবীন, তবে ছোট বাচ্চাদের জন্য আলাদাভাবে খেলাধুলা করতে পারার মত ব্যবস্ত, সন্ধ্যার পরে আলোর অভাবে ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়,তা থেকে মুক্তি পেতে,বিদ্যুতায়িত করার পদক্ষেপ নিলে,ভ্রমণ পিপাসুদের আগমনের গতি বাড়তো।