আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির চাকঢালা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া পরিদপ্তরের খেলাধুলার পুরুষ্কার বিতরণ

মোঃইফসান খান ইমন, নাইক্ষ্যংছড়ি : | প্রকাশের সময় : শুক্রবার ১ জুলাই ২০২২ ১১:৪৭:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাকঢালা এস,ই,এস,ডি,পি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১২ টায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২১-২২ অর্থ বছরের আওতায় জেলা ক্রীড়া অফিস,পার্বত্য বান্দরবান জেলার আয়োজনে নাইক্ষ্যংছড়ি উপজেলায় গ্রামীণ খেলাধুলা, অ্যাথলেটিকস এবং কাবাডি প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন,পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে বিকাশ ঘটায়। তিনি এসময় স্কুলের শিক্ষক-শিক্ষর্থীদের জন্য নিরাপদ পানির সংকট নিরসন ও আসবাবপত্রের জন্য আগামী অর্থ বছরে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। 

সহকারী শিক্ষক মোঃ মুফিজুল মুল্লা'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার, প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল,সিনিয়র সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, ক্রীড়া শিক্ষক মমতাজ আহমেদ, সহকারী শিক্ষক আব্দুল মোনায়েম বক্তব্য রাখেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।