আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে আবারও বিস্ফোরণের শব্দ

মোঃ ইফসান খান ইমন,নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০৬:৪২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ঘুমধুম থেকে জামছড়ি ৪৫,৪৬ পযর্ন্ত লাগাতার চার দিন ধরে কোন। প্রকার ফোটাফুটির আওয়াজ বাংলাদেশের ভিতরে শোনা যায়নি বলে জানিয়েছেন সীমান্ত এলাকার লোকজন। আবার নতুন করে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০মিনিটের সময় দুটি বিস্ফোরণের শব্দ মিয়ানমারের কিছু ভিতর থেকে ঘুমধুমের তমব্রুর ৩৪,৩৫ সীমানা পিলারের মাঝ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসে বলে জানিয়েছেন ব্যাবসায়ী মোঃ হোসেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমের সঙ্গে যোগাযোগ করে জানা যায়,তার এলাকার সীমান্ত পরিস্থিতি আগের তুলনায় বহুগুণে শান্ত আছে,মানুষ জনের মনেও অনেকটা উদ্বেগ উৎকণ্ঠা কমতে শুরু করেছে। তমব্রু বাজারের তরুণ ব্যাবসায়ী মোঃ সরোয়ারের সঙ্গে কথা হলে তিনি বলেন,ঘর থেকে খাবার খেয়ে দোকানে আসার সময় মিয়ানমার অভ্যন্তর থেকে কয়েকটি বিস্ফোরণ শব্দ শোনেছেন,তবে শব্দ গোলো অনেক ভিতর থেকে এসেছে বলে মনে হয়েছে তার। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪৫,৪৬,নাম্বার সীমানা পিলার কাছাকাছি থাকা কৃষক মোঃ রহমানের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাদের ওখানকার সীমান্ত পরিবেশ একেবারেই শান্ত গত দশ দিন পযর্ন্ত কোন গোলাবারুদ ফোটার শব্দ মিয়ানমারের ভিতর থেকে আসেনি। ঘুমধুমের স্থানীয় এক সংবাদ কর্মি জানান সীমান্তের এমন পরিস্থিতিতেও ঘুমধুমে মিয়ানমার থেকে চোরাই পথ দিয়ে আসা অবৈধ বিদেশী সিগারেট,বিভিন্ন ব্রান্ডের বেদেশী মদের রমরমা বানিজ‍‍্য চলছে,যার কিছু চালান সম্প্রতি নাইক্ষ‍‍্যংছড়ি পুলিশের অভিযানে আটক করতে সক্ষম হয়েছে।